জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভাইরাল ভিডিওর জন্য ইউটিউবারদের দুষলেন চিত্রনায়িকা মুনমুন। সোমবার রাজধানীর বিএফডিসিতে জায়েদ খান আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মুনমুন।
তিনি বলেন, “এইসব ইউটিউবাররা এক রাতের মধ্যে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। নিপুনের মতো শিল্পীরা কেন এদের কথা মাথায় নেবে?”
জায়েদ খানকে ‘পারফেক্ট নেতা’ উল্লেখ করে নিপুনের উদ্দেশ্যে মুনমুন আরও বলেন, “নিপুন, কেন তুমি আমাকে সারাদেশের মানুষের সামনে কালার করবে? তুমি যে শিল্পী সমিতির নেতা হতে চাচ্ছো, আমি তো সেই শিল্পী সমিতিরই সদস্য। শুধুমাত্র ভোট দিতে এসেছিলাম। জায়েদ খান কখনো শিল্পীদের প্রতি আঙুল তোলেনি।”
করোনা মহামারির সময় শিল্পীদের প্রতি জায়েদ খানের ইতিবাচক ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন মুনমুন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুনমুন জানান, তিনি শিল্পী হয়ে শিল্পীদের বিরুদ্ধে মামলা করতে যাবেন না। তাই নিপুনের বিরুদ্ধে নয়, ইউটিউবারদের বিরুদ্ধেই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।