1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

ইউরোপে শেষ হতে যাচ্ছে করোনা : ডব্লিউএইচও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ইউরোপে মহামারি শেষের পথে বলে আশার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হান্স ক্লুগে জানান, আগামী মার্চ নাগাদ ইউরোপের ৬০ শতাংশ মানুষ ওমিক্রন আক্রান্ত হতে যাচ্ছে।

আর এর মধ্য দিয়েই ইউরোপে শেষ হতে যাচ্ছে করোনার দাপট। করোনাভাইরাস- মহামারি থেকে মৌসুমি ফ্লুয়ের মতো রূপ নিতে পারে এমন আশা হান্স ক্লুগের। তবে, তিনি এ সতর্ক করেছেন ভাইরাসের আরও নতুন ধরন আবির্ভাবের সম্ভাবনাও রয়েছে।

একই আশা জানিয়েছেন মার্কিন শীর্ষ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

রবিবার এবিসি টেলিভিশনের এক টক শোতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে এরইমধ্যে কমে আসছে করোনা।

এদিকে আফ্রিকাতেও করোনা সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা। সেখানে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানার পর প্রথমবারের মত মৃতের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

মধ্য এশিয়ার কয়েকটি দেশসহ ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চল মোট ৫৩টি দেশ নিয়ে গঠিত। গত ১৮ জানুয়ারি পর্যন্ত এই অঞ্চলে মোট করোনা আক্রান্তদের ১৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত। এক সপ্তাহ আগেও এই পরিমাণ ছিল ৬.৩ শতাংশ।

এদিকে, বিশ্বে জুড়ে করোনায় মারা গেছে ৫৬ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত প্রায় ৩৫ কোটি ২০ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি