1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

ইতিহাস গড়লো নামিবিয়া, যা বাংলাদেশ করতে পারলো না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে নামিবিয়া। বুধবার গ্রুপ-২ এর ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামা আফ্রিকান দেশটি।
এ জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া। আইসিসি নন টেস্ট প্লেইং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হলো দেশটি। শুধু তাই নয়, নন টেস্ট প্লেইং দেশ হিসেবে টানা তিনটি ম্যাচ জিতলো তারা।

আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নামিবিয়া। বল হাতে শুরুতেই ২ রানে ৩ উইকেট শিকার করে স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় নামিবিয়ান বোলাররা। এরপর ৫৭ রানেই ৫ উইকেটের পতন ঘটে স্কটিশদের।

পরবর্তীতে মাইকেল লিস্কের ৪৪ ও ক্রিস গ্রেভসের ২৫ রানের কল্যাণে তিন অংকে পৌঁছায় স্কটল্যান্ডের ইনিংসের। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ করে তারা। নামিবিয়ার রুবেন ট্রামপেলমান ১৭ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হলেও মাঝে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নামিবিয়াও। কিন্তু ছয় নম্বরে নামা জেজে স্মিথের ২৩ বলে অপরাজিত ৩২ রানে ৫ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠে ছাড়ে নামিবিয়া। এছাড়া ওপেনার ক্রেইগ উইলিয়ামস ২৩ রান করেন।

ম্যাচ সেরা হন নামিবিয়া ট্রামপেলমান।

আগামী ৩১ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নামিবিয়া। আর ৩ নভেম্বর নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি