1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

ইরানের ৫০ এমপি করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

ইরানে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ইতোমধ্যে দেশটির ২৯০ সংসদ সদস্যের ৫০ জনই করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির জ্যৈষ্ঠ সংসদ সদস্য আলি রেজা সালিমি এ কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা ওয়াইজেসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ সপ্তাহের পার্লামেন্ট অধিবেশন সব স্বাস্থ্যবিধি মেনে হবে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানে গত বছরের এপ্রিল মাসে সংসদ সদস্যদের মধ্যে করোনা ছড়িয়ে পরায় দুই সপ্তাহের জন্য পার্লামেন্টের কার্যক্রম বন্ধ ছিল। সে সময় বেশ কয়েকজন আইনপ্রণেতার মৃত্যু হয়েছিল এই ভাইরাসে।

দেশজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির পর ইরানে কিছুদিনের জন্য নতুন করোনা রোগীর সংখ্যা কমে এসেছিল। কিন্তু সম্প্রতি ওমিক্রনের কারণে উচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে দেশটিতে।

বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষের করোনায় শনাক্ত হচ্ছেন। সাড়ে আট কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার।

তবে ভ্যাকসিন কার্যক্রমে বেশ এগিয়ে রয়েছে দেশটি। এখন পর্যন্ত ৫ কোটিরও বেশি ইরানি দুই ডোজ ভ্যাকসিন দিয়েছেন। বুস্টার ডোজ দিয়েছেন প্রায় দুই কোটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি