শেরপুর প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম শেরপুর শাখা ও তৌহিদী জনতা। (২১ মার্চ) শুক্রবার দুপুরে শহরের থানামোড় চত্বরে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা নানা স্লোগানে প্রতিবাদ জানান। এর আগে শহরের কলেজমোড় মাইসাহেবা মসজিদের সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাসেমী।
এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি খালিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আকরাম হোসাইন, মাওলানা ফারুক আহম্মেদ, মুবাল্লেগ সানী, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
এসময় বক্তারা ইসরায়েলি নৃশংস বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার ঘোষণা দেন।