ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আজ শনিবার (৬ জানুয়ারি) রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, বৈরুতে হামাসের ডেপুটি লিডারকে হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনটিতে বলা হয়, উত্তর ইসরায়েলের মেরোনে লেবানন থেকে ৬০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এ হামলার প্রতিক্রিয়ায় হামলাকারীদের একটি ছোট ‘সন্ত্রাসী গ্রুপকে’ আক্রমণ করেছে ইসরায়েল সেনারা।
তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।