কানাডিয়ান জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার মাথায় স্কার্ফ পরে গান গওয়ায় বিপত্তি বাঁধিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে।
ইয়াহু নিউজ সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের উতাহ শহরে অনুষ্ঠিত এক কনসার্টে অংশ নেন জাস্টিন বিবার। সেখানে তিনি মাথায় স্কার্ফ পরে ‘সরি’ ও ‘লোনলি’ নামের জনপ্রিয় দুটি সঙ্গীত পরিবেশন করেন। ইউটিউবে সেই গানগুলোর পরিবেশনা দেখা যায়।
অন্যদিকে মিডল ইস্ট টুয়েন্টিফোর প্রতিবেদনে বলা হয়- মাথায় স্কার্ফ, সাদা প্যান্ট ও ঢিলেঢালা টি-শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ করা হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
নেটাগরিকদের অনেকেই বিবারের বিরুদ্ধে মাথায় স্কার্ফ ও প্যান্ট পরায় অভিযোগ তুলেন। একজন লিখেছেন, ‘তিনি হিজাব পরেছিলেন তা ভালো ছিল। কিন্তু তাকে ছোট শার্ট পরা দেখে খারাপ লেগেছে।’
আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘বিবার হিজাব’ পরেছেন তা ঠিক ছিল। কিন্তু এর সঙ্গে নাচানাচি করা মোটেও উপযুক্ত ছিল না।’ এমন আরও অনেক মতবাদ প্রকাশ করেন তারা।