মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাব এখনো রয়ে গেছে কক্সবাজারের ঈদগাঁওতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে এবং বজ্রপাত হচ্ছে।
বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। আজ সারা দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার সকাল থেকে উপজেলা পাঁচ ইউনিয়ন গুলোতে বিদ্যুৎ ছিল আসা-যাওয়ার মাঝে। মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকা ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঈদগাঁওর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাজন পাল বলেন, রাত থেকেই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন। বর্তমানে ঈদগাঁও উপজেলায় পল্লী বিদ্যুতের ৫৮৪২৩ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।