আন্তর্জাতিক ডেস্ক
ঈশ্বরের আশীর্বাদে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় এমন দাবি করে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট। খবর গার্ডিয়ানের।
ট্রাম্প বলেন, সংক্রমিত হলেন বলেই করোনা কেমন, তা তিনি বুঝতে পেরেছেন। এমনকি, মার্কিন প্রেসিডেন্টের করোনা হয়েছে বলেই চটজলদি কাজ করার মতো ওষুধ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সামরিক হাসপাতালে চারদিন চিকিৎসা নেন তিনি। তারপর আবারো হোয়াইট হাউসে ফিরে এসেছেন ট্রাম্প। করোনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাইরে বের হয়ে মোটর শোভাযাত্রা করা এবং হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলে ফেলা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই আলোচনার মধ্যেই নতুন করে এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সামাজিক মাধ্যম টুইটার এক ভিডিও পোস্টে ট্রাম্প বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি করোনা আক্রান্ত হয়েছি। এটা ছদ্মবেশে ঈশ্বরের আশীর্বাদ।’ কারণ, তিনি সংক্রমিত হয়েই বুঝতে পেরেছেন কীভাবে এই রোগ দূর করা যায়। শুধু তাই নয়, কোন ওষুধে করোনা চিকিৎসা হবে, তাও বাতলে দিয়েছেন তিনি।
ট্রাম্পের কথায়, ‘আমি যে চিকিৎসায় তাড়াতাড়ি সেরে উঠলাম, তাই আমজনতাকে বিনামূল্যে দেব। রিজেনারেশন ফার্মাসিউটিক্যালের ওষুধে সেরে গেছি আমি। বুঝেছি এই ওষুধ কতটা কার্যকরী।’
ওই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, আপাতত তিনি একদম ফিট। আগে যেমনটা ছিলেন। তার কথায়, ‘আমি তো হাসপাতালেই যেতে চাইনি। কিন্তু চিকিৎসকরা বললেন, আপনি প্রেসিডেন্ট। আপনার হাসপাতালে চিকিৎসা নেওয়া উচিত।’
এই বার্তাতেও চীনকে কটাক্ষ করেছেন ট্রাম্প। তার কথায়, ‘আপনার দোষে আপনি করোনা আক্রান্ত হচ্ছেন না। বরং চীনের দোষ এটা। এর জন্য বড় মূল্য তাদের চোকাতে হবে।’
ভিডিওতে ভ্যাকসিন নিয়েও বড় দাবি করেছেন ট্রাম্প। তার কথায়, মার্কিন নির্বাচনের আগেই বাজারে ভ্যাকসিন চলে আসবে। যদিও তার কার্যকারিতা নিয়ে এখনই প্রশ্ন উঠছে।
ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের কথায়, ‘এই ভ্যাকসিন বিজ্ঞানসম্মত নয়। তই ট্রাম্প প্রশাসন করোনার টিকা দিলেও আমি নেব না।’