1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

উঠোনে গাঁজা চাষ,গাছসহ ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

রুবেল হুসাইন,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে নিজ বসত ঘরের সামনের উঠানে ৪ টি গাঁজা গাছ সহ মধু ফকির (৫২) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২২ মার্চ রাতে এ তথ্য জানায় তালতলী থানা পুলিশ।
আটককৃত মধু ফকিরের বাড়ি তালতলীর ঠংপাড়া এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার পুলিশ উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন এর নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মধু ফকিরের বাড়ির উঠান থেকে ৪ টি গাঁজা গাছ পাওয়া যায়।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মধু ফকির তার বসতঘরের সামনের উঠানে গাঁজার গাছ লাগিয়ে নিজে খাবার পাশাপাশি বিক্রিও করতো। এ বিষয়ে তালতলী থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি