গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ২৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফরহাদ হোসেন হিরা জানান, গত ২৪ ঘণ্টায় ২৮ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে পুরুষ ৫৮, নারী ১৫ ও শিশু রয়েছে ছয়জন।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে।