ময়মনসিংহে গরুবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। গতকাল রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ক্যাটল ট্রেনটি ময়মনসিংহ আসার পর রাতেই একবার লাইনচ্যুত হয়।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার পর আবার আউটারে একই স্থানে একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই সময় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। লাইনচ্যুত বগি থেকে গরু খালাস করে ট্রাকে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকারী ট্রেনটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।
এক ঘণ্টা পর বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান, স্টেশন সুপার নাজমুল হক খান জানান।