দীপু মনি বলেন, ‘২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বলব, বিভ্রান্ত হবে না, ভুল পথে যাবে না। নিজেরা বাড়িতে সুস্থ থাকতে কাজ করো। ভয়ের কারণ নেই । পরীক্ষা হবে কি হবে না, সেটি পরের কথা। আগে সুস্থ থাকো ।’
শিক্ষার্থীদের বাড়িতে স্বাভাবিক পড়াশোনা চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা নিতে পারবেন কি না, না নিলে বিকল্প ব্যবস্থা কি হবে—সবকিছু নিয়ে চিন্তাভাবনা রয়েছে । তিনি বলেন, অনলাইন ও অ্যাসাইনমেন্ট যা হচ্ছে, তার বাইরে যেটুকু সম্ভব শিক্ষার্থীরা পড়াশোনাটা বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বেই শিক্ষার ক্ষতি হচ্ছে বলেও মনে করিয়ে দেন দীপু মনি।