ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামীকাল শুক্রবার (৫ মে) খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। ঠিক চার দিন পর চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সবকিছু ঠিকঠাক থাকলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন সিরিজটির সম্প্রচারের বিষয়টি। কোন টিভি খেলা সরাসরি দেখাবে, কারা কারা সম্প্রচার স্বত্ত্ব পাবে, তার কিছুই এখনো ঠিক হয়নি। এতে চরম হতাশা বাংলাদেশের কোটি ভক্ত।
আধো খেলা দেখা যাবে কী না? এই ইস্যুতে বিসিবির ভাবনা কী? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন তা নিয়ে আজ কথা বলেছেন। তবে তিনিও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
বিসিবি সিইও বলেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ও জানতে চেয়েছি যে বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও কনফার্ম করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি সেটেল করতে পারে, জানিয়ে দিব।’
বর্তমান অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ টিভিতে দেখানোর সম্ভাবনা কতটা? বিসিবি আশাবাদী কি না? এমন প্রশ্নে নিজামউদ্দিন চৌধুরী প্রচ্ছন্ন জবাব দিলেন।
তিনি বলেন, ‘ব্রডকাস্টের বিষয়টা কমপ্লিটলি ডিপেন্ড করে হোস্ট বোর্ডের উপর। তারাই এটা ফাইনালাইজ করে। তারা যখন কোনো দেশে যায়, সেই হোস্ট বোর্ডের রেসপনসিবিলিটি এটা। তারা তাদের বিষয় যখন কনফার্ম করবে, তারা জানাবে। তখনই একমাত্র আমরা জানাব। আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যাতে খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা।’
শেষ পর্যন্ত যদি কোনো সুযোগ না পায় তাহলে আইসিসি টিভি থেকে নিয়ে বাংলাদেশে দেখানোর উদ্যোগ নেবে বিসিবি? নিজামউদ্দীন চৌধুরী সুজনের ব্যাখ্যা, ‘এটা ভিন্ন প্লাটফর্ম। এবং এটা আরেকটা অপশন। আমাদের জানতে চাওয়াটা মূলত মেইন টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে। আমরা জানতে পারব।’