যে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর চেয়ে জরিপে ৬৭ শতাংশের সমর্থন পেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ৯ শতাংশ বলছে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ৮ শতাংশ সমর্থন করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিসকে। আরটি
দি হিল এক প্রতিবেদনে বলছে হার্ভার্ড সিএপিএস-হ্যারিস জরিপে ৪৮ শতাংশ বলছেন নির্বাচন হলে তারা ট্রাম্পকেই বেছে নিবেন। ৪৫ শতাংশ বাইডেনের পক্ষে আর ৮ শতাংশ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাকে ভোট দেবে।
মার্কিন নারী ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ ট্রাম্পের পক্ষে, ৫০ শতাংশ পুরুষও ট্রাম্পকেই ভোট দিতে চান। তবে শহুরে ভোটারদের মধ্যে বাইডেনকে পছন্দ করছেন বেশিরভাগ। কিন্তু গ্রামীণ ভোটারা ট্রাম্পকেই পছন্দ করছেন বেশি। গত ৩০ নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পরিচালিত এ জরিপে অংশ নেন ১৯শ ৮৯ জন।
জরিপে বাইডেনের সমর্থন কমে যাওয়ার কারণ হিসেবে ভোটাররা মুদ্রাস্ফীতি, কোভিডের উচ্চ সংক্রমণ সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নিতে না পারা, আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনা ফিরিয়ে আনাকে উল্লেখ করেছেন।