অমর একুশে বইমেলা উপলক্ষে এবারে আসছে তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম একক কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’।বইটি পাওয়া যাবে ভূমি প্রকাশনীর স্টলে।বইটির প্রচ্ছদ করেছেন সাহাদত হোসেন।তাছাড়া বইটি পাওয়া যাবে বাতিঘর, পিবিএস, পাঠক সমাবেশ রকমারিসহ বিভিন্ন বুকশপে।বইটি প্রকাশ করছে বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন।
এমদাদ হোসেন একাধারে লেখক,উপস্থাপক ও সংগঠক।
কবি এমদাদ হোসেন বলেন,❝পড়ালেখা আর চাকরির পাশাপাশি আত্মার মুক্তি এবং মানসিক শান্তির মাধ্যম হিসেবে বেঁচে নিয়েছি কবিতা-কে।তিনি বইয়ের স্বর্গে হারিয়ে যান শব্দের অন্বেষণে।”খুচরো পয়সার মতো তোমাকে জমাই” বইটি একটি রোমাঞ্চকর রোমান্টিক কাব্যগ্রন্থ।মানুষের জীবনে যে একাকীত্ব,নিঃসঙ্গতা, আত্মার মুক্তি, মানসিক প্রশান্তি,জীবনের ছন্দ,তাল,রং-বেরঙের উঠানামা, আকুতি-মিনতি,অসীম শূন্যতা এবং অনুভূতির সূক্ষ্ম পরশগুলো তুলে ধরে।
এমদাদ হোসেনের কবিতায় ফুটে ওঠেছে সমাজের প্রতি গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের প্রত্যেকটা গাঁথুনিতে সৃষ্টি করেছেন এক মনোমুগ্ধকর আলোড়ন, যেখানে পাঠক হারিয়ে যাবে প্রতিটি শব্দের মায়াজালে,প্রতি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে ।এ বইয়ে পাঠক’রা পরিচিত হবে নতুন কোনো হাতের লেখায় এবং কন্ঠস্বরের। যিনি আবেগ,দক্ষতা, সূক্ষ্ম প্রতিভা
ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছে নভ্য এক সৃজনশীল জগৎ।