সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম. জি কিরিয়া চৌধুরী ।
শোক বার্তায় দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম. জি কিরিয়া চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।