বিশ্ববাজারে কমায় দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯০৬ টাকা করা হয়েছে। এ মাসে এর দাম ছিল ৯৭৫ টাকা। নতুন দাম ১ মে থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করে।
বিইআরসি’র নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান ও উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।
মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫ হাজার ৫১২ টাকা দর কমেছে। গড়ে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে।