শিরোপা ধরে রাখার মিশনে নারী এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ থাইল্যান্ড। টাইগ্রেস বোলারদের আঁটসাট বোলিংয়ে ২ বল আগে সব উইকেট হারিয়ে মাত্র ৮২ রানই করতে পেরেছে থাই মেয়েরা। তাই প্রথম ম্যাচে জয়ের জন্য জ্যোতি-জাহানারাদের প্রয়োজন মাত্র ৮৩ রান।
শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৯টায়। একই দিন দুপুর দেড়টায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামবে ভারত। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
টস জিতে আগে ব্যাট করতে নামে থাই মেয়েরা। দলীয় ১৩ রানে নান্নাপাটকে হারায় থাইল্যান্ড। ১৬ রানে থাই অধিনায়ককে ফিরিয়ে দলটিকে দ্বিতীয় ধাক্কা দেন সোহেলী আক্তার। দলীয় ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় থাই মেয়েরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারের ২ বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।
বাংলাদেশের পক্ষে রোমানা ৩টি, নাহিদা, সানজিদা ও সোহেলি ২টি করে এবং সালমা খাতুন একটি উইকেট লাভ করেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।