যশোরের চৌগাছা উপজেলার সু- পুকুরিয়া ইউনিয়নের বেকার যুবক বাবু বিশ্বাস এ্যালাচি কাগজী লেবু চায় করে সাম্বলম্বি হয়েছেন । তার দেখা দেখি অনেক বেকার যুবক শুরু করেছেন এলাকায় কাগজী লেবুর চাষ । কথা হলো লেবু চাষী চৌগাছার কুলিয়া গ্রামের বাবু বিশ্বাসের সাথে ।
তিনি বলেন , তিন বছর গত হলো বিদেশ পাড়ি দিয়ে ছিলেন , ( মালেশিয়ায় ) , বিদেশে সুবিধা করতে না পারায় তিনি নিজ দেশে ফিরে আসেন । ইন্টারনেটে তিনি লেবু চাষ পদ্ধতি দেখে নিজ এলাকায় কুলিয়া মাঠে নিজ ১৫ কাঠা জমির উপর এ্যালাচি জাতের কাগজী লেবুর চারা রোপন করলেন । ১০ হাত অন্ত্রর চারা বোপন করলেন জমিতে । প্রথম সাত মাস পর ফলন পেলেন , এই জাতের কাগজী লেবু বার মাসই ফলও ফুল দেয় । এতে পরিশ্রম ও কম , সামান্য গোবর সার ও এক্সর্ ব্যাবহার করলেই চলে । দ্বিতীয় বছর তিনি ১৫ কাঠা জমিতে দুই লাখ টাকার কাগজী লেবু বিক্রি করেছেন । খরচ হয়েছে দশ হাজার টাকা মাত্র । বাগানে যে পরিমান লেবু আছে তিনি আশা করেন , আরও তিন লাখ টাকা লেবু বিক্র করবেন । তিনি আরো বলেন , এই জাতের লেবুর একটাই গুন বারো মাস গাছে ফুল ও ফল প্রচুর পরিমানে আসে ।
তিনি ১৫ কাঠা জমিতে ১৫ দিন পর পর পাঁচ হাজার পিচ লেবু বাগান থেকে পাইকার ব্যাপারীদের নিকট বিক্রয় করেন । এবার লেবুর দামও ভাল । তিনি নিজ হাতে লেবুর কলম ও বাঁধছেন , বিক্রয়ের জন্য ।