1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

এ যেন ‘তাসের ঘর’, ১৮৬ রানে গুটিয়ে গেল ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সাকিবের ঘূর্ণি ও এবাদলের গতির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ব্যাটিং দুর্গ। ম্যাচে ৯ ওভার বাকি থাকতেই সবকটি উইকেটে হারিয়ে ১৮৬ রানে থামে টিম ইন্ডিয়ার রানের চাকা। এ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৮৭ রান।

রবিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ম্যাঠে গড়ায়।এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।মাঠে নেমেই দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই প্যাভিলিয়নে ফেরান টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ।

পরে অবশ্য দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। তবে টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ভেঙে যায় প্রতিরোধের দেয়াল। নিজের দ্বিতীয় বলে ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড আউট করেন সাকিব। এর ঠিক দুবল পরই ফেরান কোহলিকে।

রানের খাতায় তিন অঙ্ক ছোয়ার আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে থাকা ভারত চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। তবে টাইগার পেসার এবাদত হোসেনের গতির তোপে উইকেট হারাতে বাধ্য হয় ভারত।

এবাদতের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস আইয়ার। ফেরার আগে লোকেশ রাহুলের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন ভারতীয় এ ব্যাটার। ২৪ রান করে এবাদতের বলে টপ এজের শিকার হয়ে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। একই স্পেলের পরের ওভারে আরো ২ উইকেট তুলে নেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।

ওই ওভারে শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন সাকিব। পরে এবাদতের বোলিং তাণ্ডবে থামে ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল। ৭০ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটার তিন অংক ছুতে পারেনি।

ম্যাচে ১০ ওভার করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া ৮.২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তরুণ টাইগার পেসার এবাদত হোসেন।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন, শাহবাজ আহমেদ।

প্রসঙ্গত, এ সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে দুদল। আজ ৪ ডিসেম্বর ও আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচ। এছাড়া শেষ ওয়ানডে ম্যাচটি হবে ১০ ডিসেম্বর দুপুর ১২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। পরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়া শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি