1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকার ওপরে।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আয়রন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. আল-আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা আয়রন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সঙ্গে সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরা সন্দেহ হলে মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি