1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

ওয়াগনারের বিদ্রোহ নিয়ে যা বলল চীন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

ভাড়াটে ওয়াগনার বাহিনীর বিদ্রোহের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র চীন।

এশিয়ার অন্যতম পরাশক্তি দেশটি বলেছে, জাতীয় স্থিতিশীলতা রক্ষায় রাশিয়াকে সমর্থন করে বেইজিং।

ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের বিষয়ে মস্কোবিরোধী বিভিন্ন পশ্চিমা দেশ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও ঘনিষ্ঠ মিত্র চীন কিছুটা সময় নেয়। রবিবার রাতে প্রথম আনুষ্ঠানিক মন্তব্য জানায় বেইজিং।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, একটি নতুন যুগের ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে জাতীয় স্থিতিশীলতা রক্ষাসহ উন্নয়ন-সমৃদ্ধি অর্জনে রাশিয়াকে সমর্থন করে বেইজিং।

ওয়াগনার বাহিনীর বিদ্রোহের ইস্যুটি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর শনিবার তিনি তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা করেন।

পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এই অভিযাত্রা বন্ধ করেন প্রিগোজিন। সমঝোতা অনুযায়ী, তিনি বেলারুশে চলে যাবেন। আর বিদ্রোহের কারণে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করবে রাশিয়া। সূত্র: সিএনএন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি