1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলার শিকার ৫ সাংবাদিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার: কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কক্সবাজার শহরের লালদিঘিরপাড় এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এসময় অন্তত পাঁচজন হামলার শিকার হয়েছে।

হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন চ্যানেল ২৪এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ, দেশ টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সৌরভ দেব, একাত্তর টিভির ক্যামেরাপারসন হেলাল উদ্দিন, স্থানীয় সংবাদমাধ্যম সিসিএনের মিশু দাশ গুপ্ত। এসময় অনেকেই হুমকি পেয়েছেন। তার মধ্যে রয়েছে দৈনিক আজাদীর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিজ রাসেল।

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে শহরের লালদিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার শহরের বিমানবন্দর সড়ক থেকে কিছু সংখ্যক আন্দোলনকারী মিছিল সহকারে প্রধান সড়কে উঠে বাজারঘটার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে অবস্থানরত আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে আন্দোলনকারীদের। এসময় সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিকরা। তখন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রিপোটার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক এম ওসমান গনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের যখন ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিলো তখন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করা হয়। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত সময়ে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। আমি মাত্রই আসলাম। পরিস্থিতি এখন স্বাভাবিক।

একাত্তর টিভির ক্যামেরাপারসন হেলাল উদ্দিন বলেন, আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। ক্যামেরা ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে। আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে।

হামলার শিকার চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ বলেন, যখন ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিলো তখন পেশার খাতিরে আমরা সবাই আসি। এসময় আমরা জানতে পারি একজন নিরীহ টমটম চালককে মারধর করা হচ্ছে। এটা যখন ধারণ করছিলাম তখন ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমরাতো আন্দোলনকারী না আমাদেরকেই কেন টার্গেট করা হবে।

হামলার শিকার দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সৌরভ দেব বলেন, আমরা সংবাদ সংগ্রহে যাই। সেখানে একজন টমটম চালকের ওপর অমানবিক হামলা হতে দেখে আমরা এগিয়ে যাই। এসময় আমাদের ওপরও দেখেশুনে লাঠিসোটা দিয়ে আঘাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি