কক্সবাজার শহরের কলাতলী হোটেল কক্ষে একজনকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩০ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ রাত ৯টার দিকে কক্সবাজার শহরে আবদুল মালেক নামে এক ব্যক্তিকে কলাতলীর সুইট হোম রিসোর্টে খুন করে লাশ বক্সখাটের ভেতরে গুম করে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিবসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।