বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার দশম স্থানে রয়েছে জার্মানি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রোগীর চাপে বিপাকে পড়েছেন চিকিৎসকরা৷ করোনা সংক্রমণ ঠেকাতে কমপক্ষে দুই সপ্তাহ কঠোর লকডাউন চান তারা।
জার্মানির নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকরা বলছেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং রোগীর চাপ কমাতে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপ করা দরকার।’
বর্তমানে কঠোর লকডাউন, টিকা দেওয়া এবং করোনা পরীক্ষাসহ সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের প্রধান ক্রিশ্চিয়ান কারাইয়ানিভিস। তিনি বলেন, ‘কঠোর লকডাউন দিতে না পারলে হাসপাতালের আইসিইউগুলো চাপ সামলাতে পারবে না।’
উল্লেখ্য, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের পরিমাণ দুই লাখ ১৫ হাজার ৭৭ জন এবং আশংকাজনক অবস্থায় রয়েছে তিন হাজার দু’শ ৯ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৭ লাখ ৮৬ হাজার তিনশ ৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৬ হাজার চারশ ৮০ জন।