আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ও শহীদদের স্মরনে খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কয়রা উপজেলা জামায়াত অফিসের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, বিশেষ সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সদর ইউনিয়ন আমীর মুহাঃ মিজানুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর মাওলানা রফিকুল ইসলাম, উত্তর বেদকাশি ইউনিয়ন আমীর মাস্টার নুর কামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন, যুব বিভাগের উপজেলা সেক্রেটারী জি এম মোনায়েম বিল্লাহ, কয়রা আদর্শ শাখার শিবির সভাপতি সামিউল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং আমাদের নেতাকর্মীদের শূন্য করতে চেয়েছিল। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তাণ্ডব না চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আওয়ামী সরকার সবচেয়ে জামাত শিবিরের জুলুম নির্যাতন করেছে। যার-ফলে আজ তারা দেশ ছাড়া হয়েছেন। তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সভা শেষে শহীদদের জন্য দোয়া করা হয়।