1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

করোনা রোগীদের ৯৮ শতাংশই অমিক্রনে আক্রান্ত রাজধানীতে

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীতে করোনা রোগীদের মধ্যে ৯৮ শতাংশ অমিক্রন ধরনে (ভেরিয়েন্ট) আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া গেছে।  রোববার বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনাতেই অমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেলটা ধরন; শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি আইসিডিডিআরবি জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল, রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশ অমিক্রনে সংক্রমিত। বাকি ৮ শতাংশ ডেলটায় আক্রান্ত।

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে অমিক্রন শনাক্ত হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অমিক্রনের বিস্তার শুরু।

অমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল।

গত ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি