1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহি কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে স্বপরিবারে তিনি করোনা টিকা গ্রহণ করছেন।

তার জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। টিকা নেয়ার পর সাঈদ খোকন বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন পর্যন্ত শারীরিক ভাবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছি না।

কৃতজ্ঞতা রইল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। বৈশ্বিক মহামারীতে তার দৃঢ়তা, সাহসিকতা এবং দূরদর্শিতায় কোরনা মোকাবেলায় সবাইকে নিয়ে একত্রিত হয়ে কাজ করছেন আর বিশ্বের প্রথম দিকেই আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন।

সেই সাথে নগরবাসীর কাছে অনুরোধ ভ্যাক্সিন গ্রহণ করার সাথে স্বাস্থ্যসুরক্ষা মেনে চলুন এবং নিজেকে ও নিজের পরিবারকে নিরাপদ রাখার আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি