ভারতে করোনা সংক্রমণ বিপুলভাবে বাড়তে শুরু করেছে । এই সংকটপূর্ণ মুহূর্তে আইপিএল হওয়া কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তবে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার ক্রিস মরিস মনে করেন এই কঠিন সময়ে আইপিএল-ই একমাত্র মুক্তির পথ।
ক্রিস মরিস বলেন, ‘দলের মধ্যেও করোনা নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তে অতিমারির আকার নিয়েছে করোনা। দল হিসেবে বলতে চাই, প্রথম সারির যোদ্ধারা দারুণ কাজ করছে। ২৪ ঘণ্টা কাজ করে চলেছে তারা।’
তিনি যোগ করেন, ‘মানুষকে খুশি রাখা আমাদের দায়িত্ব। আমরা ক্রিকেট খেলতে ভালবাসি, সেটা খেলতে পারছি। সেই আনন্দটা সাধারণ মানুষের মধ্যেও ভাগ করে দেওয়া উচিত আমাদের।’
মরিসের মতে এবারের আইপিএলে হার জিত খুব একটা বড় নয়, মানুষকে আনন্দ দিতে পারাটাই আসল। মরিস বলেন, ‘করোনা যোদ্ধাদের পাশে রাজস্থান রয়্যালস সব সময় থাকবে।’ কলকাতার বিরুদ্ধে জিতে উঠে এমনটাই বললেন মরিস।