সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশ অস্ট্রিয়ায় আজ শনিবার থেকে কোভিড টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এমন পদক্ষেপ নজিরবিহীন। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
অস্ট্রিয়ায় এখন থেকে ১৮ বছরের বেশি বয়সিরা টিকা না নিলে সম্ভাব্য বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হবে। দেশটির পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এ প্রস্তাব পাস হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়। প্রবল সমালোচনা সত্ত্বেও অস্ট্রিয়া সরকার এ আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে।