1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

করোনা : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮০ হাজার ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৮৭৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৮৭৯ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮০ হাজার ৬৫০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৭৬১ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৪৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৩৯ হাজার ৯৭৯ জন।
তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৫০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ১২৭ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৫৩৭ জন।
এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৮৯২ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৬৬০ জনের।
তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৩৩৯ জন। মারা গেছে ছয় লাখ ৯৭ হাজার ৬৬২ জন মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি