সাভার : দেশপ্রেম, দলীয় আনুগত্য, আর মানব সেবার ব্রত নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন আশুলিয়া থানা যুবলীগ নেতৃবৃন্দ। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির দ্বীতিয় ধাপ মোকাবেলায় সরকারি স্বাস্থ্য বিধি ও নির্দেশনা বাস্তবায়নের জন্য নিয়মিত জনসাধারণের মাঝে সচতেনতা বৃদ্ধির লক্ষ্য প্রচার প্রচারণার পাশাপাশি গরীব অসহায় মানুষের মাঝে নিয়মিত রোজার ইফতার ও সেহরি সামগ্রী বিতরন করছেন তারা। এছাড়াও করোনা যুদ্ধের অংশ হিসাবে এবার কৃষকের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়া যুবলীগ।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড তাপদাহে অক্লান্ত পরিশ্রম করে আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক মোঃ কবির হোসেন সরকার এবং যুগ্ম- আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা ইয়ারপুরের তাজপুর গ্রামে কৃষকের ধান কেটে ও মাড়াই করে তার গোলায় তুলে দেয়।
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যার ও সংগ্রামী সাধারণ সম্পাদক মাঈনুল হোসাইন খাঁন নিখিঁল ভাইয়ের নির্দেশে আশুলিয়া যুবলীগ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াঁতে আজ সোমবার সকালে স্থানীয় কৃষক আয়নাল গায়েনের ১ বিঘা জমির, ধান কেটে দিয়ে তাকে সহযোগিতা করেছেন। যে কোন দূর্ভোগ মহামারিতে গরীব দুঃখি আর মেহনতি মানুষের পাশে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধারাবাহিকতায় কাজ করে যাবে।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার জানান, আশুলিয়া থানা যুবলীগের নির্দেশনায় দেশপ্রেম, মানবতা আর সেবার ব্রত নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে ইউনিয়ন যুবলীগ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন
তার সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল যুবলীগ, বর্তমানে করোনা যুদ্ধ পরিস্থিতিতেও বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আমরাও মানুষের পাশে দাড়িয়েছি। এবং আমাদের এ সহযোগিতা ধারাবাহিকভাবে চলবে।
উক্ত কর্মসূচিতে আশুলিয়া থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।