কর্ণকাঠী জি আর হাইস্কুল ও কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদ কর্তৃক পরিচালিত স্থায়ী শিক্ষাবৃত্তি কার্যক্রমের সন্মানিত ১০ জন ডোনারের অনুদানে ২০২৪ এর প্রথম ও দ্বিতীয় কিস্তির শিক্ষা বৃত্তি অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে প্রদান করা হয়।
উল্লেখ্য পরিষদ নিজস্ব ফরমে আবেদন সংগ্রহ করে জরীপের মাধ্যমে ছাত্র ছাত্রী মনোনীত করেছে।
নিম্নে বৃত্তির নাম বৃত্তি দাতার নাম উল্লেখ করা হলো। বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রী র নাম তালিকায় আছে।
১। মরহুম মোবারক আলী হাওলাদার শিক্ষাবৃত্তি।দাতা- মোঃ গোলাম ছরোয়ার হাওলাদার।
২। মরহুম বন্ধে আলী মিয়া শিক্ষাবৃত্তি। দাতা -এম হানিফুর রহমান।
৩। মরহুম আফতাব আলী হাওলাদার ও মরহুমা রাবেয়া খাতুন শিক্ষাবৃত্তি। দাতা -ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম।
৪। মরহুম গোলাম মোস্তফা হাওলাদার শিক্ষাবৃত্তি।দাতা-মরহুম গোলাম মোস্তফা হাওলাদার এর পরিবারবর্গ।
৫। বীর মুক্তিযোদ্ধা এস এম আলাউদ্দিন সিকদার কল্যাণ ট্রাস্ট শিক্ষা বৃত্তি। দাতা-এস এম এনামুল হক।
৬। মরহুম মোঃ আব্দুল জলিল হাওলাদার শিক্ষাবৃত্তি। দাতা – ইঞ্জিনিয়ার হাসান এইচএম রেজাউল।
৭। মরহুম আব্দুল বারেক মৃধা শিক্ষাবৃত্তি। দাতা- মোঃ মোস্তাফিজুর রহমান।
৮। মরহুম আব্দুল মালেক হাওলাদার ও সেতারা বেগম শিক্ষাবৃত্তি। দাতা- মোঃ মিলন হাওলাদার লিকু
৯। মরহুম নাজেম আলী হাওলাদার শিক্ষাবৃত্তি। দাতা- আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ ও মরহুম নাজেম আলী হাওলাদার এর পরিবারবর্গ।
১০। মরহুম আব্দুল হামিদ ফরায়েজী শিক্ষাবৃত্তি। দাতা- মোঃ মজিবুর রহমান ফরায়েজী।
এছাড়াও কল্যাণ পরিষদের নিজস্ব তহবিল থেকে আরো পাঁচটি সহ মোট ১৫ জন ছাত্র ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি কার্যক্রমে কর্ণকাঠী জি.আর হাইস্কুল ও কলেজ এর অধ্যক্ষ জনাব হোসাইন মোঃ ইরশাত স্যার সার্বিক সহযোগিতা করায় স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কর্ণকাঠী জি আর হাইস্কুল ও কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যগন ।