1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

কষ্টার্জিত জয়ে কক্ষপথে ফিরল জার্মানি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ বার দেখা হয়েছে

প্রতিপক্ষ লিখটেনস্টাইন। তাই জার্মানির জয় অবধারিতই ছিল। কিন্তু মাঠের ফুটবলে সেটা করতে যেয়েই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে বড় বিপদেই পড়েছিল দলটি। শেষ পর্যন্ত দুই অর্ধে দুই গোল করে কষ্টের জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরফলে বিশ্বকাপ বাছাইয়ে কক্ষপথে ফিরেছে জোয়াকিম লোর শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে জার্মানি। টিমো ভেরনারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। কষ্টে হলেও জয় দিয়ে শুরু হলো নতুন কোচ হান্স ফ্লিকের জার্মানি অধ্যায়।

লিখটেনস্টাইনের বিপক্ষে প্রত্যাশিত দাপুটে ফুটবল খেলতে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বর দল জার্মানি। তারপরও অষ্টাদশ মিনিটে এগিয়ে যাওয়ার খুব কাছে গিয়েছিল তারা; কিন্তু রবিন গোজেন্সের হেড বাধা পায় পোস্টে। অবশেষে বিরতির আগে এগিয়ে যায় দলটি। ম্যাচের ৪১তম মিনিটে জামাল মুসিয়ালার ডি-বক্সে বাড়ানো রক্ষণচেরা পাস ধরে একজনকে এড়িয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ভেরনার।

বিরতির পর এগিয়ে যেতে জোর চেষ্টা করে জার্মানি। কিন্তু বারবারই প্রতিপক্ষের রক্ষণে বাধা পেয়ে সব আক্রমণ ভেস্তে যাচ্ছিলো দলটির। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লেয়ন গোরেটস্কার পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সানে।

এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। আর্মেনিয়া ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নর্থ মেসিডোনিয়া। রোমানিয়া ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর আইসল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি