1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

কষ্টার্জিত জয়ে শীর্ষে উঠল বার্সেলোনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

মায়োর্কার মাঠে লা লিগায় শনিবার রাতে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে রোববার ওসাসুনাকে হারিয়ে চূড়ায় ফেরার।

এদিন অবশ্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি জাভি হার্নানদেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে তো কিছুটা চাপের মুখেই ছিল তারা। তবে শুরুতেই করা রবার্তো লেভানদোস্কির সেই গোলেই শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখে জিতল বার্সেলোনা। টানা ৬ জয়ের পথে তারা গোল করেছে মোট ১৯টি, হজম করেছে কেবল একটি।

সবসময়ের মতো শুরু থেকে বল দখলে রাখার কৌশল নেয়া বার্সেলোনা এগিয়ে যায় ২০তম মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণ শাণানো আনসু ফাতি এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে পাস বাড়ান সামনে। আর সেই পাস ধরে ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লেভানদোস্কি।

লা লিগায় এ নিয়ে টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা, পিচিচি ট্রফির দৌড়ে ৯ গোল নিয়ে শীর্ষে আছেন তিনিই। আর সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে তার গোল দাঁড়ালো ১২টি।

যাইহোক, এরপর ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড নেন লেভানদোস্কি। তিন মিনিট পর বার্সেলোনার বক্সে ভীতি ছড়ায় মায়োর্কা। তবে ইয়াওমে কস্তার স্লাইড শট ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের।

বিরতির পর প্রথম ছয় মিনিটে দুটি ভালো আক্রমণ করে মায়োর্কা। ভেদাত মুরিকির হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর আন্তোনিও সানচেসের জোরালো শট ঝাঁপিয়ে ফেরান স্টেগেন।

এরপর খেলার গতি অনেকটাই কমে যায়। কেউই পারছিল না সুযোগ তৈরি করতে। ৬৭তম মিনিটে জোড়া পরিবর্তন করেন বার্সেলোনা কোচ; কেসিয়ে ও আনসু ফাতিকে তুলে পেদ্রি ও রাফিনহাকে নামান।

তবে শেষ দিকে চাপ বাড়ায় মায়োর্কা। কয়েকটি ভালো সুযোগও পায় তারা। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় টের স্টেগেনের তেমন কঠিন পরীক্ষা নিতে পারেনি দলটি।

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর পর এই নিয়ে লিগে টানা ৬ ম্যাচ জিতল বার্সেলোনা। সাত ম্যাচে তাদের পয়েন্ট হলো ১৯।

এরফলে এক ম্যাচ কম খেলা রিয়াল ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুইয়ে। বার্সেলোনার সমান সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেটিক বিলবাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি