মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার লোহাগাড়ার সদর কাঁচাবাজারে বাজার সিন্ডিকেট ভাঙতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
অদ্য ২৮ অক্টোবর সোমবার,দুপুর ১২ টা থেকে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে দোকানের সামনে অতিরিক্ত বৃদ্ধি হারে বিক্রয় এবং অবৈধভাবে ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে পৃথক ১৩ টি মামলায় মোট ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।উক্ত অভিযানে সহযোগিতা করেন লোহাগাড়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী অফিসার মেজর মুহাম্মদ সাঈদ হাসান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন,সিন্ডিকেট যতই শক্তিশালী হোক না কেন এই ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।