1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ থেকে আয় ৫৭ হাজার কোটি টাকা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো কাতারে হতে যাওয়া এ বিশ্বকাপ থেকে বিশাল অঙ্কের আয় হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সিইও নাসের আল খাতের।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ফিফার অনুমান অনুযায়ী আসন্ন কাতার বিশ্বকাপ থেকে সবমিলিয়ে রাজস্ব আদায় হবে প্রায় ৬ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ হাজার কোটি টাকার বেশি।

এসময় বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের থাকা ও ভালোভাবে খেলা উপভোগের ব্যাপারে তৎপর থাকার কথা জানান নাসের আল খাতেন। বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য তুমুল চাহিদা ছিল বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

নাসের আল খাতের বলেছেন, ‘ফিফার অনুমান অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ থেকে আয় হবে ৬ বিলিয়ন ডলার।’

শুরুতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছিল ২১ নভেম্বর, সোমবার। সেটিকে এখন একদিন এগিয়ে আনা হয়েছে ২০ নভেম্বর, রোববারে। এর পেছনে বিশ্বকাপের স্টেকহোল্ডারদের আগ্রহের কথা জানিয়েছেন নাসের আল খাতের।

তার ভাষ্য, ‘বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।’ উল্লেখ্য, বিশ্বের সিংহভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন রোববার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি