৮৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কানাডায়। রবিবার কানাডার বৃটিশ কলাম্বিয়ার লিটনে ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
দেশটির পশ্চিম এবং মার্কিন প্যাসিফিকের উত্তর-পশ্চিমে অপ্রত্যাশিত তাপদাহ বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই স্ব স্ব নাগরিকদের ‘বিপজ্জনক’ হিট লেভেলের বিষয়ে সতর্ক করেছে। বলা হয়েছে, এই অবস্থা এক সপ্তাহ ধরে অব্যাহত থাকবে।
পুরো অঞ্চলে উচ্চ চাপে ‘হিট ডোম’ দেখা দিয়েছে। এর ফলে অন্য অনেক এলাকায় নতুন রেকর্ড হয়েছে।
সূত্র : বিবিসি