রাজধানী ঢাকার যানজট কমাতে গাবতলীর আমিনবাজারে কারওয়ান পাইকারি বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করতে চায় সরকার। তবে সেখানে ব্যবসার পরিবেশ নেই বলে জানিয়েছেন পাইকাররা। যদিও ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা জানান, এখনো কাঁচাবাজারের আড়ৎ করার পরিবেশ সৃষ্টি হয়নি গাবতলীতে।
আর নিজস্ব অর্থায়ন ও নকশায় মৎস্য বাজার নির্মাণ করার দাবি মাছ ব্যবসায়ীদের।
কারওয়ান বাজার দ্রুত অপসারণ প্রয়োজন বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন। ফলে ধীরে ধীরে সরতে হবে এ বাজারের পাইকারদের। আর প্রস্তাবিত গাবতলী কাঁচাবাজারে পুলিশের জন্য জায়গা বরাদ্দ রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
এসময় কারওয়ান বাজারের চাকচিক্য থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাই পাইকারদের গাবতলীতে আসার পরামর্শ দেন তিনি।