1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

কালিয়াকৈরে রেললাইন দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

কালিয়াকৈর প্রতিনিধি: নুরুল ইসলাম নাহিদ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় রবিবার (২৭ অক্টোবর) সকালে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, উপজেলা মাটিকাটা এলাকায় রবিবার সকাল থেকে রেল লাইনের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন জয়দেবপুর রেলওয়ে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রেলওয়ের কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।
জয়দেবপুর রেলওয়ে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়া জানান, কিছু প্রভাবশালী মহল রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য ও বাসা ভাড়া দিয়ে আসছে। রেল লাইনের দু’পাশ অবৈধ স্থাপনা থাকায় রেলের লাইনের যন্ত্রপাতি চুরি ও ছিনতাই ও মাদক ব্যবসায়ীর আখড়া  হয়ে উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান  চলছে। তবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি