যুদ্ধকবলিত ইউক্রেনে এক মার্কিন সাংবাদিক গুলিতে নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের বাইরে ইরপিন শহরে তিনি গুলিতে নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রে নেবিতোভ বলেছেন, ব্রেন্ট রেনোড নামে ওই সাংবাদিককে রুশ সেনারা গুলি করে। এ সময় আহত আরও দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এটাই ইউক্রেনের যুদ্ধের খবর সংগ্রহে নিয়োজিত প্রথম কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর খবর।
যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এর ইস্যু করা পরিচয়পত্রসহ রেনোডের ছবি অনলাইন মিডিয়ায় প্রচারিত হচ্ছে। তবে এক বিবৃতিতে রেনোডের মৃত্যুতে দুঃখ প্রকাশ করার পাশাপাশি পত্রিকাটি বলেছে, তিনি ইউক্রেনে নিউ ইয়র্ক টাইমস এর হয়ে কাজ করছেন না।
এতে বলা হয়, ব্রেন্ট রেনোড সর্বশেষ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য কাজ করেছিলেন ২০১৫ সালে। তিনি ইউক্রেনে যে পরিচয়পত্র বহন করছিলেন তা কয়েক বছর আগে ইস্যু করা হয়েছিল। ইউক্রেনে রেনোড কোন প্রচারমাধ্যমের জন্য কাজ করছিলেন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: বিবিসি