কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:ফয়েজ আহাম্মদ: কুমিল্লা নগরীর কান্দির পাড় রুচি বিলাসে, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস)’র উদ্দ্যেগে প্রয়াত জয়যাত্রার সম্পাদক মরহুম আহমেদ মীর্জা খবির, বিএফইউজের সভাপতি, রুহুল আমিন গাজী, এবং কুমিল্লার সিনিয়র সাংবাদিক মরহুম রমিজ খাঁন স্মরনে শনিবার দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডা: মো: নজরুল ইসলাম শাহীন, আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, কুমিল্লা জেলা। বিশেষ অতিথি মো: আশরাফ, সম্পাদক, দৈনিক একুশের বাণী, ঢাকা। মো: মাসুদ, সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ, সভাপতি, মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস), কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি জনাব এডভোকেট আবুল কালাম আজাদ, শিক্ষানবীশ আইনজীবি ইকরামুল হক নিলয়, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি এ,জেড,এ সৌরভ, জাতীয় অর্থনীতি পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি, জাতীয় অর্থনীতি পত্রিকার কুমিল্লা (উত্তর) প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক চিত্র পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো: ফয়েজ আহাম্মদ, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার, দীপ্ত টিভি’র শাকিল মোল্লা সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। এবং প্রয়াত সাংবাদিকদের নাজাতের জন্য দোয়া করা হয়।