কুমিল্লার চান্দিনায় ডাকাতি, চুরি ও মাদক নির্মূল কল্পে আলোচনা সভা হয়। শুক্রবার (৫ মার্চ) বিকালে পৌরসভার বাগানবাড়ি এলাকায় ডাকাতি, চুরি ও মাদক নির্মূল কমিটির আয়োজনে ওই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- দাউদকান্দি সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা। সভায় ডাকাতি, চুরি ও মাদক নির্মূল কমিটির সভাপতি আলহাজ্ব মো. মনির খন্দকার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। সভায় চুরি ডাকাতি রোধে বাগানবাড়ি আবাসিক এলাকাটিতে গেইট নির্মাণ করে নিরাপত্তা প্রহরী এবং নৈশ প্রহরী নিয়োগের পরামর্শ প্রদান করা হয়। এছাড়া সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করণের পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুল হক, চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, চান্দিনা থানার এস.আই মো. গিয়াস উদ্দিন, চান্দিনা উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো. জাকির খন্দকার, মো. মোবারক হোসেন, মো. কবির হোসেন, ইঞ্জিনিয়ার মো. সফিউল্লাহ্, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান, কাজী ইমদাদুল ইসলাম জয় প্রমুখ।