কুমিল্লার মনোহরগঞ্জে একুশে পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত মিশুক যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় মিশুকের চালক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচি (বিহড়া ব্রিজ সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী দ্রুতগতিসম্পন্ন একুশে পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত মিশুককে চাপা দেয়। এতে মিশুক যাত্রী উপজেলার সাইকচাইল গ্রামের রুহুল আমিন (৬৫), তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) ও কলেজ ছাত্রী সাইমুনা আক্তার (২০) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মিশুক চালক মো. খোকন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় উপজেলার খিলায় আটক করা হয়। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুর্ঘটনাস্থলের মাত্র এক কিলোমিটারের মধ্যে নাথেরপেটুয়া রেলস্টেশনের সন্নিকটে হিমাচল বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী ইন্তেকাল করেন।