শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার পুকুরের পানিতে বৈদ্যুতিক তারের আর্থিং এর শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) বিকেল ৫টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি পুকুরে। জানা যায়, দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রংখলার মাঠের পাশের একটি পুকুরের পানি, সেচপাম্প মেশিন দিয়ে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউসুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।
স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের রংখলার মাঠে’ একদল তরুণ রোববার বিকেলে ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে এসে পার্শ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষনিক তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তারা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে মারা যান।
নিহতের বাবা মো. সহিদ সরকার জানান, জহির গত দুইদিন পূর্বে পার্শ্ববর্তী রংখলা মাঠ সংলগ্ন একটি পুকুরের পানি শুকানোর জন্য ভাড়ায় তার নিজস্ব সেচপাম্প লাগায়। গতকাল বিকালে সে তার পাম্পটি দেখতে বাড়িথেকে বেড়িয়ে যাওয়ার প্রায় এক ঘন্টা পর তারা জহিরের মৃত্যুর খবরটি শুনতে পান