মোঃআনজার শাহ: কুমিল্লা মনোহরগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি আইরিন আক্তার এর স্বামী নুর হোসেন সেলিম (২৮)কে গ্রেফতার করেছেন মনোহরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২নভেম্বর) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল এর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা সদর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার ৩ই নভেম্বর কুমিল্লা আদালত জেল হাজতে পাঠানো হয়। নূর হোসেন মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্রামের শামসুল আলমের ছেলে।
পুলিশ জানান, মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মহর গ্রামের নূর হোসেন সেলিমের স্ত্রী আইরিন আক্তার এর সাথে গত ৮ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুই সন্তান। গত একুশে অক্টোবর থেকে নিখোঁজ হাওয়ার আলোচনা উঠে আসে। বোন কে না পেয়ে আইরিন আক্তারের ভাই শাফায়েত বাদি হয়ে ২৩ শে অক্টোবর মনোহরগঞ্জ থানায় তার স্বামী, শশুর, শাশুড়ি ও দেবরসহ পাঁচজনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গত ২৭ শে অক্টোবর সেলিমের বাড়ির পাশে কাদা মাটির নিচ থেকে গৃহবধূ আইরিন আক্তারের লাশ উদ্ধার করা হয়। ঐদিন আইরিনের ভাই বাদী হয়ে নূর হোসেন সেলিমকে প্রধান আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ০৮।
এই বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- মহর গ্রামের নূর হোসেন সেলিমের স্ত্রী আইরিন আক্তারের হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন সেলিমকে গ্রেফতার করে গতকাল রবিবার কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।