জাহিদ হাছান কুমিল্লা :
কুমিল্লা সিটির ১নং ওয়ার্ড ভাট পাড়া পশ্চিম পাড়া মফিজুল ইসলাম মিলন মিয়ার বসত ঘরে বেলা আনুমানিক দুপুর ৩:৩০ মিনিটে আগুনে পুড়ে ছোট বড় ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাথে দেখার পর আগুনের দোয়ায় ও তাদের সুর চিৎতার শুনে আশ পাশের শত শত মানুস এসে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করে,এ অগ্নি কান্ড কিভাবে ঘটে তা বলতে পারেনা তবে পরিবারের লোক জন আনুমানিক বলতে পারে বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে হতে পারে, প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন প্রায় ৯০% নিবাতে সক্ষম হয়, তার পর ফায়ার সার্ভিস এসে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সব কিছু পুরে ছাই হয়ে যায়,আগুনে পুড়ে যাওয়া পরিবারের লোক জন কান্নায় মাটিতে লুটিয়ে পরে, ক্ষতি গ্রস্ত মফিজুল ইসলাম মিলন মিয়ার পরিবার আগুনে পুড়ার ক্ষয় ক্ষতির বিবরন দেন নগত ২০ লক্ষ টাকা জমি কেনার জন্য বসত ঘরের স্টিলের আল মিরাতে ছিলো, আর ১০ ভরি সর্নছিলো, ছাগল পুড়ে মারা যায় ৮ টি আর ও মালামাল সহ পুড়ে নি:স্ব, আমরা তখন দেখতে পাই একটি ডয়ারে পুড়ে যাওয়া হাজার টাকার নোটের বান্ডিল অনেক গুলো ও সর্ন পুড়ে গেছে, এ সময় অপস্হিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে এসে দারানোর প্রতিশ্রুতি দেন, ক্ষতি গ্রস্ত পরিবার এখন নি:স্ব তাদের বক্তব্য মাননীয় জেলাপ্রশাসক সহ সকল রাজনৈতিক ও প্রশাসনের সকলের সহযোগিতাই তাদের জরুরী প্রয়োজন কারন পুড়ে যাওয়া পরিবারের বসবাস ও গুমানোর কোন জায়গা নেই তাই সকলের সহযোগিতা কাম্য করেন।