শাহীন আলম বিশেষ প্রতিনিধিঃ
গ্রাম্য কোন্দলের জের ধরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া, আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, ৮৬ নং আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ অত্যন্ত সুনামের সাথে সরকারি নিয়মে বিদ্যালয় চাকরি করে আসছেন।
তিনি অত্যন্ত মেধাবী এবং দক্ষ শিক্ষক হিসেবে ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের কাছে মন জয় করেছেন। ঘটনাসূত্রে জানা যায় কুষ্টিয়ায় স্কুল শিক্ষকের মাদক সেবনের ভিডিও ভাইরাল’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদেও সঠিক নয়। ঘটনার বিবরণে জানা যায়, বন্ধুদের সাথে আড্ডা মারার সময় ঘটনাস্থলে পড়ে থাকা ফেন্সিডিলের খালি বোতল নিয়ে ইয়ারকি আড্ডায় মেতে ওঠে এই শিক্ষক। এরই মধ্যে কুচক্রি এক বন্ধু ষড়যন্ত্র করে গোপনে ভিডিও করে, শিক্ষককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিওটি ভাইরাল করে। এ ব্যাপারে আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান বলেন হারুন অর রশিদ ২২ই জানুয়ারি ২০২৩ আমাদের বিদ্যালয় যোগদান করেছে ।
তিনি অত্যন্ত মেধাবী একজন শিক্ষক, ইতিমধ্যেই তিনি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। শিক্ষকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটি একটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে ভিডিওতে আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং যে স্থানটি দেখানো হচ্ছে আসলে আমার প্রতিষ্ঠানের সঙ্গে ওই স্থানের কোন সম্পৃক্ততা নেই একটি কচুক্তি মহল ষড়যন্ত্র করে আমার স্বনামধন্য এ প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করার জন্যই এটি করেছে, আমি একজন শিক্ষক হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।