শাহীন আলম বিশেষ সংবাদদাতা:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ প্রেস রিলিজ বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে আশা করা হয়েছে মিডিয়ার মাধ্যমে পুলিশ সঙ্গে জনগণের সম্পর্কের আরো উন্নতি হবে।
কুষ্টিয়া পিবিআই কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টায় ‘প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’ শিরোনামে ওয়ার্কশপ শুরু হয়। কুষ্টিয়া পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ারের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুজ্জামান। তিনি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েনের সভাপতি। ভিডিও ও এডিটিং বিষয়ে আলোচনা করেন একাত্তর টিভির ক্যামেরা পারসন কোহিনুর ইসলাম। কীভাবে প্রেস রিলিজ ও ভিডিও তৈরি করলে মিডিয়ার জন্য উপযোগী হবে তা তুলে ধরেন তারা।
ওয়ার্কশপে অংশ নেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পিবিআইয়ের ৪ জন ইন্সপেক্টর সহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা।
ওয়ার্কশপে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন- মামলার তদন্তে পুলিশের সাফল্যগাথা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে অপরাধপ্রবণতা কমে আসবে। এর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে পিবিআইয়ের সম্পর্কের উন্নতি হবে বলেও আশা করেন তিনি।